আহসান উল্লাহ বাবলু , আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমূখর পরিবেশে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুন) উপজেলার ১৬৬ টি স্কুলে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত্ম এক যোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকালে আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাউন্সিল নির্বাচন পরিদর্শণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) শাহিন সুলতানা। এসময় রিটানিং অফিসার ও প্রধান শিÿক নিরঞ্জন কুমার ম-লসহ নির্বাচনের সাথে জড়িত ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। মডেল সরকারি প্রাথমিকে ৩৫৬ জন ভোটারের মধ্যে ৭টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে। প্রিজাইডিং অফিসার ছিল ৫শ শ্রেণির আসফিয়া আফরিন সারাহ, সহকারী প্রিজাইডিং রাকিব নুর আনন, তারিনা সুলতানা, নির্বাচন কমিশনার মালিহা তাবাসছুম ঐশী, পোলিং অফিসার তাহাসিনুল ইসলাম, ফাহিম শাহরিয়ার, মেঘা খাতুন ও জুলেখা খাতুন, পুলিশ সদস্য আনিসা আক্তার, মারিয়া সুলতানা, শাহারম্নল ইসলাম ও ইমরম্নল কায়েস (৪), আনছার সদস্য ৪র্থ শ্রেণির শাওন, সামিউল,রিফাত, তাহমিদ, প্রিতম, সাকিব ও গোলাম রসুল।
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রার্থীদের মধ্যে ৭ জন নির্বাচিত হয়। নির্বাচিত প্রতিনিধিরা প্রধান প্রতিনিধি নির্বাচন করবে এবং বাকি ৬ জন প্রতিনিধি সদস্য হবে।
Leave a Reply