এস এম বাচ্চু :
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করছে আ.লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠণগুলো। যুবলীগের কেন্দ্রীয় নির্দেশে শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টায় তালা উপজেলা যুবলীগের আয়োজনে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেনের নেতৃত্ব উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে জুতা পায়ে অবস্থান করতে দেখা যায় নেতাকর্মীদের। এটিকে জঘন্যতম ও নিন্দনীয় কর্মকাণ্ড বলছেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক।
সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, শহীদ মিনার বা স্মৃতিসৌধের উপরে জুতা পায়ে বিক্ষোভ কোন অনুষ্ঠান এবং উঠা সম্পূর্ন নিষেধ আইনে দণ্ডনীয় অপরাধ। যদি কেউ অতি উৎসাহী হয়ে এমন কাজ করে তাকে কঠিন আইনের আওতায় আনা হোক। তাকে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি করছি।
এদিকে জুতা পায়ে শহীদ মিনারে বিক্ষোভ দেখানো ও ফটোসেশনের বিষয়ে তালা উপজেলা যুবলীগ সভাপতি সরদার জাকির হোসেন বলেন, আমাদের একটি প্রোগ্রাম হয়েছে বিকেল সাড়ে পাঁচটার দিকে সেখানে কেউ জুতা পায়ে ছিল কিনা আমি বলতে পারব না। যদি কেউ থাকে সেটা আমি দেখেনি। সিঁড়ির উপরে জুতা পায়ে থাকা যায়।
এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, শহীদ মিনার স্মৃতিসৌধ বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন পরিমাপের থাকে। যদি কেউ জুতা পায়ে উঠে সেটা কোন সাংবিধানিক আইন না থাকলেও শহীদদের অবমাননা করা হয়।
উল্লেখ্য, এক সময়ে জাতীয় পার্টি করতেন সরদার জাকির হোসেন। কেন্দ্রীয় এক যুবলীগ নেতার সঙ্গে সখ্যতা গড়ে অনৈতিক সুবিধা দিয়ে যুবলীগ সভাপতি বনে যান।
Leave a Reply