কিন্তু জার্মান ট্যাবলয়েড দৈনিক বিল্ডের প্রতিবেদন জানাচ্ছে, ওয়েস্টার্ন জার্মানিতে ডর্টমুন্ডের কাছে গেলসেনকিরচেনে জীবিত পাওয়া গেছে ৩৩ বছর বয়সী কাম্বাকে। তাও পুরোপুরি সুস্থ অবস্থায়। এ খবর প্রকাশিত হওয়ার এক প্রতারণার অভিযোগে তদন্ত শুরু হয়েছে কাম্বার সাবেক স্ত্রীর বিরুদ্ধে। কেননা তিনি মৃত্যুর সংবাদ প্রকাশিত হওয়ার জীবন বীমা থেকে ছয় অঙ্কের অর্থ উত্তোলন করে ফেলেছেন। কাম্বার সাবেক স্ত্রীর দাবি, আইনসঙ্গতভাবেই তিনি জীবন বীমার টাকা তুলেছিলেন। ২০১৬ সালে কাম্বার মৃত্যুর প্রমাণও জমা দিয়েছিলেন তিনি।
হায়ানিক কাম্বা শ্যালকের বয়সভিত্তিক দল থেকে উঠে আসেন। জার্মানির ক্লাবটির মূল দলের হয়ে কাম্বা ২০০৭-০৮ মৌসুম খেলেছেন। এ সময় তার সতীর্থ হিসেবে শ্যালকেতে খেলেছেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। এরপর ভিএফবি হালসে নাম লেখান বর্তমানে ৩৩ বছর বয়সী কাম্বা। ২০১৬ সালে ভিএফবি হালসেই খেলছিলেন তিনি। সে সময় এই ক্লাবটি মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় কাম্বার মৃত্যুর খবর নিশ্চিত করে।
Leave a Reply