মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

ফ্যাসিস্টের প্রতি সাকিবের সমর্থন, শহীদ সৈকতের বোনের আবেগঘন স্ট্যাটাস

  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ Time View

অনলাইন ডেস্ক: ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান আবারও আলোচনায়। দীর্ঘদিন পরও বোধোদয় হওয়ার বদলে গণঅভ্যুত্থানে পতন ঘটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সাকিবের সমর্থনে ক্ষুব্ধ গোটা দেশ। বিশেষ করে গণঅভ্যুত্থানে শহীদদের স্বজন ও আহতরা ভীষণভাবে মর্মাহত হয়েছেন।

শহীদ মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী এক ফেসবুক স্ট্যাটাসে আক্ষেপ করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) তার দেওয়া পোস্ট তুলে ধরা হলো :

‘আমার ভাই সৈকত ক্রিকেট খেলতে অনেক ভালোবাসত! ছোট থেকেই তার ইচ্ছা ছিল বড় হয়ে ক্রিকেটার হবে! কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের কাছে আসলে এই চাওয়াগুলো বেশি বেশি,তাই আর আমার ভাইয়ের ক্রিকেটার হওয়া হলো না! এই ক্রিকেট খেলা নিয়ে কত যে মাইর-বকা খাইসে বাসায়! একবার রেসাল্ট খারাপ করছিল বলে ওর ক্রিকেট ব্যাট ও উঠায়ে রাখা হইছিল।

বাংলাদেশের মানুষের কাছে, ছোট ছোট ছেলে-মেয়ের কাছে, বাচ্চাদের কাছে, ক্রিকেট মানেই সাকিব! আমাদের সাকিব-আল-হাসান! আমার ভাই সাকিব বলতে অজ্ঞান ছিল।আমার বিশ্বাস, যতগুলো বাচ্চা মারা গিয়েছিল আন্দোলনে, সবার ই তাই! যেই বাচ্চাগুলো এখন আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে নিয়েছে, তারাও তাই! সাকিব ফ্যান!

এই সাকিব, যেদিন শহীদ নাফিজ মারা গেল, রিকশায় তার মৃতদেহের কপালে বাংলাদেশের পতাকা বাঁধা ছিল—আমরা সবাই তার পোস্টের আশায় আশায় ছিলাম যে এবার তো সাকিবের পক্ষ থেকে একটা প্রতিবাদমূলক পোস্ট পাবোই!! কিন্তু না,সে আমোদ-ফূর্তিতে পোস্ট করল, ‘আ ওয়েল স্পেন্ট ডে ইন টরোন্টো’!

এই পুরো জেনারেশনের মন সেদিন এই সাকিব ভেঙে দিয়েছিল! তবুও, সুশীলরা আস্তে আস্তে তাকে মাফ করে দিচ্ছিল,যে কি-ই বা করার ছিল, তার ক্যারিয়ার নষ্ট করবে নাকি সে? ব্যক্তি সাকিব আর খেলোয়াড় সাকিব আলাদা, ইত্যাদি ইত্যাদি!

কিন্তু এই সাকিবই আবার যখন একটা গণহত্যাকারী খুনির জন্মদিনে তাকে আপা সম্বোধন করে শুভেচ্ছা জানায়, আমাদের সবার বোঝা হয়ে যায় কার অবদান কতখানি, কে কতখানি দালাল! আমার ভাইরে সামনে পাইলে এখন থাপড়াইতাম, দেখাইতাম যে দেখ, এই দালালের ফ্যান ছিলি তুই! তোর, তোদের মৃত্যুতে এই দালালের বাচ্চাদের কিচ্ছু হয় নাই, তারাও সমানভাবে দায়ী! আমি চাই এরা প্রত্যেকে যাতে সন্তান হারানোর কষ্ট উপলব্ধি করে! প্রত্যেকে! সব্বাই! সাকিব, আপনাকে অনেক অনেক ঘেন্না! অনেক ঘেন্না! সামনে পাইলে একদলা থুথু মারতাম! আপনার মাঝে অতটুকু ট্যালেন্ট ছিল যে, পা না চাটলেও সাক্সেসফুল হইতেন! বাট, ইউ চোজ টু লিক হার ফিট! কিপ লিকিং ইট। বাই দিস, মেইবি ইউ ক্যান আর্ন আ ফিউ মোর ক্রোরস, বাট নট আওয়ার লাভ এগেইন!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews