ক্রীড়া ডেস্ক: নিষেধাজ্ঞার কারণে ম্যাচ খেলতে না পারার ক্ষোভটা এখনো ভুলতে পারেননি লিওনেল মেসি। ভুলতে পারলেও লিগস কাপে রোমাঞ্চকর জয় পাওয়ার অসন্তোষের কথা জানাতেন না তিনি।
জয়ের পর তাই ক্ষুব্ধতা প্রকাশ করেছেন মেসি। ইন্টার মায়ামির অধিনায়ক বলেছেন, ‘সত্যিটা হলো, গরমের সঙ্গে মানিয়ে নেওয়াটা কঠিন।
সঙ্গে আগের ম্যাচে খেলতে না পারাটাও একটা কারণ। যদিও বিশ্রাম ভালো, তবে আমার জন্য এটা বাজে, কারণ আমার লড়াই প্রয়োজন। যত ম্যাচ খেলতে পারি ততই শারীরিকভাবে ভালো অনুভব করি এবং ছন্দে থাকি।’
মায়ামির হয়ে সর্বশেষ ম্যাচ খেলতে না পারায় আটলাসের বিপক্ষে প্রথমার্ধে বেশ ভুগতে হয়েছে বলে জানান মেসি।
মায়ামির হয়ে সর্বশেষ ম্যাচ খেলতে না পারায় আটলাসের বিপক্ষে প্রথমার্ধে বেশ ভুগতে হয়েছে বলে জানান মেসি।
মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার দলের হয়ে ম্যাচ না খেলায় বার্সেলোনার দুই সাবেক খেলোয়াড় এক ম্যাচ করে নিষিদ্ধ হয়েছিলেন। এমএলসের নিয়মে আছে, চোট ব্যতীত কেউ যদি ম্যাচটি খেলতে না চায় তাহলে লিগ কর্তৃপক্ষের পূর্বানুমতি লাগবে। নিয়মের ব্যত্যয় হওয়ায়, এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি মেসি-আলাবা।
মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার দলের হয়ে ম্যাচ না খেলায় বার্সেলোনার দুই সাবেক খেলোয়াড় এক ম্যাচ করে নিষিদ্ধ হয়েছিলেন। এমএলসের নিয়মে আছে, চোট ব্যতীত কেউ যদি ম্যাচটি খেলতে না চায় তাহলে লিগ কর্তৃপক্ষের পূর্বানুমতি লাগবে। নিয়মের ব্যত্যয় হওয়ায়, এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি মেসি-আলাবা।
জয়টিও এসেছে ম্যাচের একদম যোগ করা সময়ে। মায়ামির হয়ে গোল দুটি করেছেন টেলেস্কো সেগোভিয়া এবং মার্সেলো ভিগান্ট। অন্যদিকে মেক্সিকান ক্লাবের হয়ে ব্যবধান কমান রিভালদো লোজানো।